বিএনপি নেতাকে বিশেষ সুবিধা দেওয়ার ওসিকে ক্লোজড


বিএনপি নেতাকে বিশেষ সুবিধা দেওয়ার ওসিকে ক্লোজড

শরীয়তপুরের গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলমকে ক্লোজড করা হয়েছে। অভিযোগ রয়েছে, সম্প্রতি বিএনপির এক নেতাকে গ্রেফতারের পর তিনি অনৈতিক সুবিধা প্রদান করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর দুই মাস সাজাপ্রাপ্ত আসামি ও গোসাইরহাট উপজেলার      নাগেরপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি লিটন হাওলাদারকে গ্রেফতারের পর থানা অভ্যন্তরে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠে। অভিযোগ অনুযায়ী, ওসি মাকসুদ আলম ওই ব্যক্তির কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের পর হাজতে থাকা খাট, তোষক ও বালিশের ভিআইপি ব্যবস্থা করান এবং মোবাইলে কথা বলার সুযোগও দেন। ঘটনার ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুলিশের নৈতিকতা ও দায়বদ্ধতা নিয়ে সমালোচনা শুরু হয়।

এর পাশাপাশি ওসি মাকসুদ আলমের বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে ঘুষের বিনিময়ে আসামি ছেড়ে দেওয়া, নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিশেষ সুবিধা, মা ইলিশ রক্ষায় অভিযানে নৌকা প্রতি অর্থ আদায়, মধ্যরাত পর্যন্ত থানায় বিচার সালিশ পরিচালনা এবং বাজারের অবৈধ কারেন্ট জাল ও পলিথিন ব্যবসায়ীদের মাসিক চুক্তির মাধ্যমে সুবিধা দেওয়া। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় এবং স্থানীয়ভাবে খবর ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওসি মাকসুদ আলমকে ক্লোজড করা হয়েছে এবং বর্তমানে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন বলেন, গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। সাধারণ জনগণ মনে করছে, দায়িত্বে থাকা কর্মকর্তারা যদি অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা দেন, তবে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×