যারা নির্বাচন বাতিল করতে চায়, তাদের অস্তিত্ব রাখবো না: গয়েশ্বর


যারা নির্বাচন বাতিল করতে চায়, তাদের অস্তিত্ব রাখবো না: গয়েশ্বর

নির্বাচন বাতিলের ষড়যন্ত্রকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করতে চায়, তাদের আর মাঠে টিকতে দেওয়া হবে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, “পিআর আজগুবি। এটা খায় নাকি মাথায় দিয়ে ঘুমায়, এটা কেউ বলতে পারবে না। পিআর হচ্ছে নির্বাচনকে বানচাল করে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করে দেওয়া। নির্বাচনকে যারা বাতিল করতে চায় আমরা তাদের অস্তিত্ব রাখবো না। আমাদের যাওয়ার ও হারানোর কিছু নেই।”

তিনি আরও বলেন, বিশ্বের ইতিহাসে নারীরা বারবার বড় বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও নারীরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এখনো দেশের বিভিন্ন খাতে নারীদের দৃশ্যমান অংশগ্রহণ দেখা যাচ্ছে। পুলিশ বাহিনীতেও তারা দায়িত্ব পালন করছেন সমান তালে।

গয়েশ্বরের ভাষ্য, নারীরা মাঠে নামলে কোনো ঝড়, বৃষ্টি বা বাধা তাদের থামাতে পারে না। ঐক্যবদ্ধ নারী সমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

নারীদের আন্দোলনে সম্পৃক্ত করে বিএনপি সরকারবিরোধী আন্দোলন আরও বেগবান করতে চায় বলেও ইঙ্গিত দেন তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×