নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে বিএসএফের পুশইন
- নওগাঁ প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৩৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নওগাঁ জেলার পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ওইদিন ভোরে উপজেলার শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে বিজিবির একটি টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তার পাশে একটি চায়ের দোকানের কাছে তাদের ঘোরাফেরা করতে দেখে আটক করে।
আটকদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। তারা হলেন- নাটোর জেলার মোতালেব শেখ, শফিকুল ইসলাম, মজনু বিশ্বাস, নয়ন খাঁ, মুকুল শেখ, মৃধুল শেখ, সামির, বিনা খাতুন, মিম, মরিয়ম খাতুন, রোজিনা খাতুন, মিরা খাতুন, এলিনা খাতুন, জান্নাতুল সরকার, জোছনা বেগম এবং পাবনা জেলার মিরাজ শেখ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা কয়েক বছর আগে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। বর্তমানে তাদের পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে যাতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।