৩ দফা দাবিতে রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর শিক্ষার্থীরা প্রতিষ্ঠান চত্ত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা হতে বেলা ১২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
এসময় তাঁরা প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএসপিআই এর মোঃ তারেক হোসেন (অটোমোবাইল ষষ্ঠ পর্ব), মোঃ বেলাল (মেকানিক্যাল ষষ্ঠ পর্ব), সায়েম (অটোমোবাইল ষষ্ঠ পর্ব), নাবিউল (সিভিল উড ষষ্ঠ পর্ব), আল শাহরিয়ার (সিভিল উড ষষ্ঠ পর্ব), নাদিম (মেকানিক্যাল ষষ্ঠ পর্ব)।
বিক্ষোভ সমাবেশ শেষে বিএসপিআই চত্ত্বরে প্রধান গেইটে সাধারণ কুশপুত্তলিকা দাহ করা হয়।