দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা


দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন পারভেজ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন,জেলা দুর্গাপূজা উদযাপন সমন্বয় পরিষদের আহবায়ক বরুণ চন্দ্র রায়, সদস্য সচিব সুব্রত দেসহ জেলা-উপজেলার ৪৫টি পূজা মন্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 
এবার রাঙ্গামাটি সদর উপজেলায় ১৫ টি এবং  ১০ উপজেলার ৩০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×