আদালত প্রাঙ্গণ থেকে আসামি অপহরণ, পরে উদ্ধার
- মেহেরপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মেহেরপুর আদালত চত্বর থেকে জামিন পাওয়া এক আসামিকে মারধর করে অপহরণের পর পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. নুরুজ্জামান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মৃত আফজাল মালিথার ছেলে। তার ভাই রাজু আহমেদ জানান, মেহেরপুরের গাংনীর রামদেবপুর গ্রামের পারভেজ আশরাফ ২৭ লাখ টাকা লেনদেন নিয়ে নুরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিলেও তা বাস্তবায়ন করেননি নুরুজ্জামান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আদালত এক মাসের জামিন মঞ্জুর করার পর বাদীপক্ষ উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করে এবং জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। বাধা দিলে আরও কয়েকজনকেও মারধর করা হয়।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাসটি আটক করে। এ সময় নুরুজ্জামানকে উদ্ধার করা হয় এবং অপহরণে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।”