৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন


৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

জেলার লংগদুতে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের আয়োজনে শহরের কে কে রায় সড়ক এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহবায়ক সাখাওয়াত হোসেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর সন্তু লারমার নির্দেশে নিরীহ ৩৫ কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর নিহত পরিবারের কোন খোজখবর নেয়া হয়নি। তাই বর্তমান অন্তবর্তী সরকারের প্রতি ৯টি দাবি পুরণসহ গণহত্যার বিচার করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা বেগম, মো: সোহেল এবং মো: মোস্তাফিজ প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×