যুবলীগ নেতাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর গ্রেপ্তার, ওসি ক্লোজড
- শরীয়তপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৪০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫

শরীয়তপুরের জাজিরায় এক যুবলীগ নেতাকে থানার আমন্ত্রণে ভোজে অংশ নেওয়ার পর গ্রেপ্তার হওয়ায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ প্রশাসন। ঘটনার জেরে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানায় নিয়মিত মাসিক আপ্যায়নের আয়োজন করে পদ্মা সেতু দক্ষিণ থানা। ওই আয়োজনে ব্যক্তিগত আমন্ত্রণে উপস্থিত ছিলেন যুবলীগের নাওডোবা ইউনিয়ন শাখার সভাপতি মোক্তার বেপারী, যিনি বর্তমানে দলীয় কার্যক্রমে নিষিদ্ধ।
ওসির সঙ্গে মোক্তার বেপারীর এই ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পরপরই শুক্রবার রাতে মোক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। পরদিন শনিবার সকালে তাঁকে আদালতে হাজির করা হয়।
এ বিষয়ে ড. আশিক মাহমুদ বলেন, "যুবলীগ নেতা পুলিশের মাসিক খানাপিনার অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় থানার ওসি পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"