বিএনপি ও জাপার ৩০ নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন


বিএনপি ও জাপার ৩০ নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তত ৩০ নেতাকর্মী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক সেন্টার কমিটির সমাবেশে তারা সহযোগী সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে জামায়াতে যোগ দেন। এ সময় আরও প্রায় ৩০ নেতাকর্মী একই দলের সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নতুন যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইসরাফিল হাওলাদার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক এবং পরিচালনা করেন মাওলানা আবু দাউদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক ছিলেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি সেনা কর্মকর্তা (অব.) কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সিফাতুল্লাহ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাফুজুর রহমান, উপজেলা শিবির সভাপতি মো. আবু হানিফ ও সেক্রেটারি সাকিবুল ইসলাম।

জামায়াতে যোগ দেওয়ার পর ইসরাফিল হাওলাদার বলেন, আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামের আদর্শে পরিচালিত নয়। তাই দলটি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম। সারাজীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×