কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ


কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। এ কারণে বুধবার ভোর রাত থেকে চন্দ্রঘোনা–রাইখালী নৌ রুটে ফেরি চলাচল স্থগিত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-উপদেষ্টা প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা।

তিনি জানান, “কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে ১৬টি গেইট খোলার ফলে নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টা থেকে এই নৌ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।”

বুধবার সকাল সাড়ে ৯টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গেলে দেখা যায়, নদীর দুই পাশে বিভিন্ন যানবাহন পারাপারের জন্য অপেক্ষা করছে।

চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বাবু বলেন, “এই নৌ রুটে প্রাকৃতিক কারণে প্রায়শই ফেরি চলাচল বন্ধ থাকে। এর ফলে যাত্রী ও গাড়ির জন্য জনদূর্ভোগ সৃষ্টি হয়।”

ফেরি পারাপারের জন্য উপস্থিত মোটরসাইকেল আরোহী মো: শহীদুল ইসলাম, মো: সরফুল আলম ও সুকুমার বড়ুয়া জানান, “ওপারে যাওয়ার জন্য আসার পর দেখি ফেরি বন্ধ। এতে আমাদের যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে। এখানে যদি সেতু থাকত, তবু পরিস্থিতি অনেক সহজ হত।”

ফেরিঘাটের ইনচার্জ মো: শাহজাহান ও ফেরির চালক মো: সিরাজ জানান, “কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে পানি ছাড়ার কারণে নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×