রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উপলক্ষে রাঙ্গামাটিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

এসময়  স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন পারভেজ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন,জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, জেলা যুব উন্নয়নঅধিদপ্তরের উপ পরিচালক মো: শাহজাহান, রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, গোধুলী আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা বেগম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সহকারী জেলা শিক্ষা অফিসার মানস মুকুর চাকমাসহ বিভিন্ন স্কুলের প্রধানগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×