নির্বাচনে কিছু ব্যক্তি অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল


নির্বাচনে কিছু ব্যক্তি অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাঁর দল কোনো শঙ্কা দেখছে না। তবে কিছু ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা শঙ্কা তৈরি করার চেষ্টা করছে, যা দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। যথাসময়ে নির্বাচন সম্পন্ন হবে বলেও তিনি জানান।

রোববার রাতের দিকে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের শাসনে ঠাকুরগাঁওয়ে আমাদের দলের বিরুদ্ধে ৭৫টির বেশি মামলা করা হয়েছে। এসব মামলায় সাড়ে ৭ হাজারের মতো নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। আমাদের নেতারা দীর্ঘদিন কোর্টে হাজিরা দিয়েছেন, জেলও ভুগেছেন। শীতের দিনে ধানখেতে আশ্রয় নিতে হয়েছে। এ রকম অগণতান্ত্রিক ও নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়েই বিএনপি কাজ করেছে।

তিনি আরও বলেন, দ্বিবার্ষিক সম্মেলন সফল হবে বলে আমাদের আশা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন, যা জেলা বিএনপির নেতা-কর্মীদের জন্য আনন্দ ও উদ্দীপনার বিষয়।

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। শহরের জিলা স্কুল বড় মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×