কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আগুন
- ফেনী প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৫

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফাতেহপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম খাজা আহমেদ ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুর্বৃত্তরা বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়েছেন।
শুক্রবার রাতের ঘটনার সময় বাড়ির কেয়ারটেকার নামাজ পড়তে গেলে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে হল রুমের কেয়ারটেকারের আসবাবপত্র ও কাপড় পুড়ে যায়, এছাড়া নিচতলার ড্রয়িংরুমের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা দ্বিতীয় তলার দরজা ভাঙার চেষ্টা করতে ব্যর্থ হন এবং সিঁড়ি ও দরজায় আগুন ধরিয়ে দেয়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে থেকে বাড়িতে কেউ বসবাস করেনি। জহির উদ্দিন মাহমুদ লিপটনের পরিবারের অন্যান্য সদস্যরা সরকারি চাকরির কারণে বাইরে থাকেন।
জহির উদ্দিন মাহমুদ লিপটন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আগুনের ঘটনায় আমি বিচলিত নই। যেখানে আগুন দিয়েছে, সেখানে আমাদের বাড়িতে কিছুই নেই।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়োজিদ আকন জানিয়েছেন, আগুন কীভাবে লাগলো, তা এখনও নিশ্চিত করা যায়নি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।