কৃষকরা আলুর ন্যায্য দাম পাচ্ছেন না, এ নিয়ে কাজ করছি: কৃষি উপদেষ্টা
- মুন্সিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:২৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৫

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কৃষকরা আলুর ন্যায্য দাম পাচ্ছেন না, এমন পরিস্থিতি নিয়ে সরকার কাজ করছে।
শনিবার (৬ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সদ্য স্থাপিত গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে তিনি কোস্ট গার্ডের গজারিয়া স্টেশন পরিদর্শন করেন।
তিনি জানান, ক্যাম্পের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল একটা পুলিশ ক্যাম্প স্থাপনের। সরকার সেটা করেছে। আমরা সে জন্য প্রশাসনকে সাধুবাদ জানাই।”
প্রসঙ্গত, গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে ২২ আগস্ট থেকে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। নৌপথ ও স্থলপথে দীর্ঘদিন ধরে চলা নৌ ডাকাতি, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলনসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে এ ক্যাম্প স্থাপন করা হয়।