আলু রফতানির চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা


আলু রফতানির চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আলুর দামের বিষয়টি বহুবার কেবিনেটে আলোচিত হয়েছে। সরকার টিসিবির মাধ্যমে আলু ক্রয় ও বিক্রির পাশাপাশি রফতানির ওপর জোর দিচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে হেলিকপ্টারে তিনি বিদ্যালয় মাঠে পৌঁছান। নেমেই জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, টিসিবি আলু কিনছে, হয়তো কেনাও শুরু হয়েছে। কিন্তু এটুকু যথেষ্ট হবে না। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে আমরা মনে করি রফতানিই কার্যকর সমাধান। গত বছর আলুর ফলন বাম্পার হয়েছিল, তাই উৎপাদন বেশি হওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, গত বছর আলুর দাম কেজিতে ৮০ থেকে ৯০ টাকায় উঠেছিল। দাম বেশি থাকায় চাষিরা উৎসাহিত হয়েছেন এবং উৎপাদনও বেড়েছে। এখন কিছু আলু রফতানি করতে পারলে সংকট মোকাবিলা সম্ভব হবে। আর আলু নিয়ে যদি কোনো সিন্ডিকেট সক্রিয় থাকে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরে উপদেষ্টা গোপীনাথপুর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মত্তুর্তাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েত খানকা শরিফে গিয়ে জুমার নামাজ আদায় করেন। সেখানে শ্বশুর, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন তিনি। এরপর পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান গোপীনাথপুর হিমাগার লিমিটেডে অবস্থান করেন। বিকেল ৫টা পর্যন্ত আক্কেলপুরে সরকারি কর্মসূচি শেষ করে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×