একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন টাঙ্গাইলের এক গৃহবধূ
- টাঙ্গাইল প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩৪ এম, ০৫ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২১) নামের এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে ভর্তি হওয়ার পর স্বাভাবিকভাবে সন্তানদের জন্ম দেন বিথী। নবজাতকরা প্রিম্যাচিউর হওয়ায় তাদের প্রত্যেকের ওজন প্রায় এক কেজি করে।
বিথী কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বল্লাবাড্ডা গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।
বিথীর বাবা বাদল মিয়া জানান, “মেয়ের গর্ভাবস্থার খবর জানার পর আমরা সবাই তাকে বিশেষ যত্নে রেখেছিলাম। একাধিকবার আল্ট্রাসনোগ্রামে দেখা গিয়েছিল তিনটি বাচ্চা হবে। কিন্তু হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি সন্তান জন্মের খবর শুনে আমরা সবাই অবাক হয়ে যাই। তারপরও আমরা আনন্দিত। মেয়ের ও সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমা আক্তার জানান, নবজাতকদের ওজন কম হওয়ায় তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। “মা ও সন্তানদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ২৯ সপ্তাহে ভর্তি হন। সাধারণত ৩৬ সপ্তাহে নরমাল ডেলিভারি হয়। কিন্তু তিনি আগেই চার নবজাতকের জন্ম দেন। প্রতিটি শিশুর ওজন প্রায় ১ কেজি।”