রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু


রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রাবণী ভাদুরী (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তার স্বামী সঞ্জয় মণ্ডল (২৫) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। তারা ঢাকা থেকে মোটরসাইকেলে ফরিদপুরের মধুখালি যাচ্ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, জান নগর গ্রামের সঞ্জয় স্ত্রীকে নিয়ে দৌলতদিয়ার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শ্রাবণীকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শরীফ ইসলাম বলেন, "হাসপাতালে আনার আগেই শ্রাবণী মারা যান। আহত সঞ্জয়কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।"

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, "আহতের পরিচয়পত্র থেকে নাম নিশ্চিত হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×