কুড়িগ্রামে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার


কুড়িগ্রামে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ধরলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ধরলা ব্রিজ থেকে প্রায় ১ কিলোমিটার ভাটি থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের একটি দল।

স্থানীয়রা জানান, আনুমানিক ৪০ বছর বয়সী ওই যুবকের মরদেহ নদীতে ভেসে যেতে দেখা যায়। পরে তারা পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, মরদেহটি উজান থেকে ভেসে এসেছে। মৃত যুবকের পরনে ছিল কেবল লুঙ্গি।

কুড়িগ্রাম নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ধরলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি ৩-৪ দিন আগের। এখনো তার নাম বা পরিচয় পাওয়া যায়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×