শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- শরীয়তপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আশ্রয়ণ প্রকল্পের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জান্নাত নামে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু হলো ইমন হোসেন (৫) ও তাওহিদ ইসলাম (৫)। ইমনের বাবা বাদল সরকার এবং তাওহিদের বাবা শাহ-আলম বেপারি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ইমন, তাওহিদ ও জান্নাত আশ্রয়ণ প্রকল্পের পাশের একটি পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা
পানিতে ভাসমান অবস্থায় ইমন ও তাওহিদের মরদেহ উদ্ধার করে। এ সময় জান্নাতকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় আবুল হোসেন জানান, গ্রামের লোকজন পানিতে নেমে তিন শিশুকেই উদ্ধার করে। কিন্তু এর মধ্যে দুজনকে আর জীবিত পাওয়া যায়নি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, অসচেতনতার কারণে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।