যেকোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে: শামা ওবায়েদ
- শরীয়তপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৪০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দেশব্যাপী রাজনৈতিক সকল দলের ঐক্য রক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিএনপি-জামায়াতসহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল। সেই ঐক্য যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।
শামা ওবায়েদ আরও বলেন, যদি আমরা ঐক্য বজায় রাখতে ব্যর্থ হই, তাহলে ১৫ বছরের ত্যাগ-তিতীক্ষা, মানুষের রক্তঝরা, গুম হওয়া, ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মত্যাগ, আবু সাঈদ-মুগ্ধ বন্দুকের গুলির সামনে বুক পাতার সাহস সব বৃথা যাবে। তাই শরীয়তপুর জেলায়ও ঐক্য রক্ষা করতে হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে অনেক রক্ত ঝরার পর, বহু শিশু নিহত হওয়ার পর, অনেক মায়ের বুক খালি হওয়ার পর শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা দেশজুড়ে ষড়যন্ত্র চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে গণ্ডগোল পাকানো এবং বিভিন্ন রাজনৈতিক নেতার ওপর হামলা চালানোও এর অংশ। তাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।