নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: সামা ওবায়েদ


নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: সামা ওবায়েদ

আওয়ামী লীগ ভারতের মাটিতে বসে বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে গেছেন, তবে তাঁর ঘনিষ্ঠরা এখনো পালিয়ে যায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বত্র ষড়যন্ত্র চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ উসকে দেওয়া, রাজনৈতিক নেতাদের ওপর হামলা এবং ভিপি নূরের ওপর আক্রমণ এরই অংশ বলে তিনি উল্লেখ করেন।

আগামী জাতীয় নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির এ নেতা আরও বলেন, আমাদের ঐক্য না থাকলে ষড়যন্ত্র আরও তীব্র হবে এবং নির্বাচন বানচালের পথ তৈরি হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন একেএম নাসির উদ্দিন কালু। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি শাহ মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌর বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢালীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×