মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
- মুন্সিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৪৪ পিএম, ৩১ আগস্ট ২০২৫
.jpeg)
মুন্সীগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বেলা আড়াইটার দিকে শহরের বড় বাজার সংলগ্ন খালইস্ট এলাকায় সিঙ্গাপুরপ্রবাসী সবুজ কাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। সকালে তারা নির্মাণাধীন ভবনটিতে কাজ শুরু করেছিলেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করে ঢাকনা লাগানোর সময় এক শ্রমিক ভেতরে নামেন। ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে আরও দুই শ্রমিক ভেতরে প্রবেশ করলে তারাও অসুস্থ হয়ে আটকা পড়েন। বাড়ির লোকজন দ্রুত বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গ্যাস অপসারণ করে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। আমাদের ধারণা, অক্সিজেন সংকটের কারণে তাদের প্রাণহানি ঘটেছে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।