আজানের শব্দে ‘অসুবিধা হচ্ছে’ বলায় বিএনপি নেতার প্রতিবাদ, ছুরিকাঘাতে হত্যা
- শরীয়তপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৩৮ পিএম, ২৭ আগস্ট ২০২৫

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়ার বিষয়কে কেন্দ্র করে বিরোধের জেরে খবির সরদার (৪৫) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকার একটি মসজিদে ফজরের আজান ও বয়ান মাইকে প্রচার করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে - এমন অভিযোগ এনে মসজিদের ইমামকে হুমকি দেন আলমাস সরদার নামে একজন। বিষয়টি নিয়ে মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আলমাস সরদার।
এ বিরোধ থেকেই মঙ্গলবার রাতে খবির সরদারকে ছুরিকাঘাত করা হয় বলে স্থানীয়দের অভিযোগ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।