গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি


গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি

গাইবান্ধার সাঘাটায় সম্প্রতি তিনটি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মাত্র তিন দিনে ৩০টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) বিষয়টি পরিবারের নজরে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে এই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। রাতের অন্ধকারে নিরিবিলি সুযোগ নিয়ে চোরেরা কচুয়া, সরদারপাড়া ও আশেপাশের গ্রামের বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে অন্য কবরের সুরক্ষার জন্য তৎপরতা কামনা করেছেন।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, "এ ধরনের কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×