যশোরে গুজব ছড়ানোর অভিযোগে আওয়ামীলীগ নেতা আটক


যশোরে গুজব ছড়ানোর অভিযোগে আওয়ামীলীগ নেতা আটক

যশোরে সামাজিক মাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য সাজ্জাদ হোসেন সাজুকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে শহরতলীর পুলেরহাট কৃষ্ণবাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, সাজু তার ফেসবুক আইডি ‘আমার বাংলাদেশ’ থেকে “যশোরে যুবলীগ কর্মীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা” শিরোনামের একটি ভিডিও পোস্ট করেন। তবে এই ভিডিওটি যশোরের নয়, বরং ১৪ আগস্ট নড়াইলের রূপগঞ্জে ছিনতাইকারীকে মারধরের ঘটনার। ভিডিওটিকে বিকৃতভাবে যশোরের ঘটনা হিসেবে প্রচার করা হয়।

পুলিশ জানায়, সাজুর উদ্দেশ্য ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি নষ্ট করা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজু অপরাধের কথা স্বীকার করেছেন।

পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় আদালতে হাজির করা হলে বিচারক সাজুকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×