শেরপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু
- শেরপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:২২ পিএম, ১৬ আগস্ট ২০২৫

শেরপুরের সদর উপজেলায় কাঠবোঝাই ব্যাটারিচালিত একটি ভ্যান উল্টে দাদা ও নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি (৬৫) ও তার নাতি হোসাইন (১১)। আহত হয়েছেন মামুন (১০), যিনি হুরমুজ আলীর ছেলে। গুরুতর আহত মামুনকে প্রথমে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়, পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মোফাজ্জল মিস্ত্রি ও তার নাতি হোসাইন কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানে করে হালগড়ায় যাচ্ছিলেন। ভ্যানটি চালাচ্ছিল হোসাইন। বেলতলী বাজারের পাশে পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই হোসাইন মারা যায়। গুরুতর আহত মোফাজ্জল মিস্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল বলেন, “মোফাজ্জল মিস্ত্রি তার ভ্যানগাড়িতে কাঠ নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে বেলতলী এলাকায় ভ্যান উল্টে গেলে ঘটনাস্থলেই নাতি হোসাইন এবং হাসপাতালে নেওয়ার পর দাদা মোফাজ্জল মারা যান।”
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, “এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”