৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু-কিশোর


৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু-কিশোর

শরীয়তপুরের ডামুড্যায় ৪০ দিন টানা তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৩০ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় ডামুড্যা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাজী বাড়ি জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম ও মসজিদ কমিটির সদস্যরা পুরস্কার প্রদান করেন।

পুরস্কার হিসেবে ৬ জনকে বাইসাইকেল, ৫ জনকে পাঞ্জাবি-পায়জামা এবং ১৯ জনকে শিক্ষা উপকরণসহ গিফট বক্স দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বিরত রাখতে এবং নামাজে আগ্রহী করে তুলতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা জানান, জুন মাসে শুরু হওয়া এ নামাজ প্রতিযোগিতায় ৩১ জন অংশগ্রহণ করে, যার মধ্যে ৬ জন ২০০ ওয়াক্ত ও ৫ জন ১৮০ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন।

সমাজসেবক বায়েজিদ সিকদার বলেন, “এমন প্রতিযোগিতা আমি বিদেশে দেখেছি। দেশে আসার পর মসজিদ কমিটির সঙ্গে আলাপ করে এ প্রতিযোগিতার আয়োজন করি।”

মসজিদের ইমাম হাফেজ নোমান সিদ্দিকী বলেন, “পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করবেন। তবে আমরা শিশু-কিশোর বয়স থেকে তাদের নামাজের প্রতি আগ্রহ বাড়াতে ও মসজিদমুখী করতে এ উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “শুধু এ মসজিদ নয়; আশপাশের গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা হয়ে সারা দেশে এ আয়োজন প্রতিষ্ঠিত হোক।”

পুরস্কারপ্রাপ্ত দক্ষিণ ডামুড্যা গ্রামের কিশোর মহিউদ্দিন বলেন, “৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে এখন অভ্যস্ত হয়েছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়; মুসলমান হিসেবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, “এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের ভালো কাজের দিকে উৎসাহিত করা হয়েছে- তা প্রশংসার দাবি রাখে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. জহুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, রেজাউল করিম শ্যামল বেপারী, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান কবির, সমাজসেবক বায়েজিদ সিকদার, সাবেক ছাত্রনেতা সাব্বির সিকদার, নাজমুল সিকদার, সাংবাদিক মো. মিরাজ সিকদার, মসজিদ কমিটির জুলহাস পেদা এবং মসজিদের ইমাম নোমান সিদ্দিকী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×