নির্বাচন নিয়ে দেশে বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু
- নাটোর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:২০ পিএম, ১৫ আগস্ট ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে-বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ২০০১ সালের পর থেকে দেশের মানুষ আর কখনো ভোট দিতে পারেনি। প্রতিটি নির্বাচনে ভোটের নামে প্রহসন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সাধারণ মানুষকে কখনো ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। দেশের মানুষ একটি নির্বাচন চায়, যেখানে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই তারা সেই নির্বাচন চায়।
শুক্রবার নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর তালুকদারপাড়া জামে মসজিদে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ দোয়া মাহফিল ছিল তার বাবা, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ছয়বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে।
দুলু বলেন, অতীতে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছাড়া অন্য কারও মৃত্যুবার্ষিকী বা জন্মদিন পালনের সুযোগ ছিল না। এ কারণে বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করতে পারেননি।
নিজের বাবার অবদানের কথা উল্লেখ করে দুলু বলেন, আমি এমপি-মন্ত্রী হয়ে সরকারের টাকায় নাটোরের উন্নয়ন করলেও আমার বাবা নিজের অর্থে নাটোরের উন্নয়ন করেছেন। নাটোর মুসলিম ইনস্টিটিউট, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ এবং শীষ চন্দ্র বিদ্যা নিকেতন প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার এসব ভালো কাজের জন্য নাটোরবাসী তাকে বারবার এমপি নির্বাচিত করেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি রুহুল আমিন তালুকদার টগর, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।