শরীয়তপুরে মুখোশ পরে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন, আটক ৬
- শরীয়তপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:০২ পিএম, ১৫ আগস্ট ২০২৫
-689f30b197280.jpg)
শরীয়তপুরে গভীর রাতে মাস্ক পরে তিনটি স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতের এই কর্মসূচিতে অংশ নেয় কয়েকজন যুবক। পরে সদর উপজেলার ডোমসা ও জাজিরা উপজেলার বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ছয়জনকে আটক করে। আটকরা হলেন: কাউসার ফকির (২৮), মামুন খান (২৬), আবদুল মান্নান বেপারী (২৩), মুন্না খান (২৫), শামীম মাদবর (২৮) ও আসাদ মুন্সি (১৮)।
ঘটনার পর ‘বাংলাদেশ স্টুডেন্টস লীগ’ নামে ছাত্রলীগের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এ আয়োজনের ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা কয়েকজন যুবক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে দোয়া করছে এবং বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, বিলাসপুরের মুন্সিকান্দি এলাকায় রাত ১২টা থেকে ১টার মধ্যে কয়েকজন যুবক একত্র হয়ে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে, বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কিছু ব্যক্তি মুখোশ পরে স্লোগান দিয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। তিনি আরও জানান, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সেজন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।