জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই : প্রেস সচিব
- মাগুরা প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৫৪ পিএম, ১৫ আগস্ট ২০২৫
-689f24fa8382a.jpg)
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। তার ভাষায়, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে, তাই যারা সন্দেহ করছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। “প্রধান উপদেষ্টা যা বলেছেন, ঠিক সেই সময়সূচি মেনেই নির্বাচন হবে, বলেন তিনি।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন ও জেলা ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও সক্রিয়ভাবে কাজ করছে। বর্ষা শেষে দেশের সর্বত্র নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে। নির্বাচনের মহোৎসব আপনারা দেখতে পাবেন। প্রার্থীরা মানুষের কাছে যাবেন, কথা বলবেন, আর তখনই আসল নির্বাচনী পরিবেশ তৈরি হবে। ফেব্রুয়ারিতেই ভোট হবে এবং রোজার আগেই শেষ হবে, তিনি যোগ করেন।
মাগুরার শহীদদের স্মরণ করে প্রেস সচিব জানান, জুলাই-আগস্টে জেলায় ১০ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে আছেন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি এবং স্থানীয় ব্যবসায়ী আল আমিন। উভয়েই আওয়ামী লীগ ও যুবলীগের ‘খুনি বাহিনীর’ হাতে নিহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। মাগুরার বিভিন্ন স্থানে শহীদদের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন বলে জানান শফিকুল আলম।
সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, জুলাই চার্টারকে ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ চলছে। এই সংস্কার কাজ অব্যাহত আছে এবং দ্রুত অগ্রসর হচ্ছে।