
যুদ্ধবিধ্বস্ত গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন কার্যক্রম তদারকির লক্ষ্যে গঠিত প্রস্তাবিত ‘শান্তি বোর্ডে’ অংশ নিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণেই এই বোর্ডে যুক্ত হচ্ছেন তিনি-জানিয়েছে আল জাজিরা।
ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পরবর্তী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য গঠিত এই শান্তি বোর্ডে নেতানিয়াহু যুক্ত হবেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বনেতাদের নিয়ে একটি আন্তর্জাতিক ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা দেন। গাজার শাসনকাজ পরিচালনা এবং উপত্যকার পুনর্গঠন প্রক্রিয়া তদারকিই হবে এই বোর্ডের মূল দায়িত্ব। বোর্ডের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই দায়িত্ব পালন করবেন এবং এই পদে অনির্দিষ্টকালের জন্য থাকবেন বলে জানিয়েছেন। এমনকি প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি এ দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলেন।
ঘোষণা অনুযায়ী, ‘বোর্ড অব পিস’-এ এক বিলিয়ন ডলার অনুদান দিলে স্থায়ী সদস্যপদ পাওয়া যাবে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এই বোর্ডে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
এ ছাড়া বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের বোর্ডের সদস্য হিসেবে আমন্ত্রণ জানাচ্ছেন ট্রাম্প। আমন্ত্রিতদের তালিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও রয়েছে বলে জানানো হয়েছে।