বগুড়ায় ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা
- বগুড়া প্রতিনিধি
- প্রকাশঃ ১২:০১ পিএম, ১৫ আগস্ট ২০২৫

বগুড়ার হাড্ডিপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এতে ডিবির একাধিক সদস্য আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এএসআই হাসানের নেতৃত্বে একটি দল হাড্ডিপট্টিতে অভিযান চালিয়ে রনি নামে এক মাদক কারবারিকে আটক করে।
তাকে নিয়ে রেললাইন পার হয়ে সেউজগাড়ি আমতলা মোড় দিয়ে ডিবি কার্যালয়ের দিকে যাওয়ার সময় নারী-পুরুষ মিলে মাদক কারবারিরা দলবদ্ধ হয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালায় এবং রনিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ধস্তাধস্তিতে এএসআই হাসানসহ আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
হামলার পর অতিরিক্ত ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে অভিযান চালায়, যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে।