
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে সোনালী ব্যাংক লুট চক্রের প্রধান রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই চক্রের মূল হোতা হিসেবে পরিচিত। রফিকুল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকড়ি গ্রামের মৃত তছকিন উদ্দীনের পুত্র। বর্তমানে সে রংপুরের রাধাবল্লভ এলাকায় বসবাস করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক থেকে ২৪ হাজার টাকা উত্তোলন করলে, রফিকুল ১৪ হাজার টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগী এই ঘটনা গোবিন্দগঞ্জ থানায় জিডি করেন।
ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে রফিকুলকে শনাক্ত করা হয়। রোববার (২৩ নভেম্বর) দুপুরে ব্যাংকে আসার সময় কর্মীরা তাকে চিনে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত এসে তাকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, “পাশ্ববর্তী এলাকার ফুটেজ এবং চলমান তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে রফিকুল কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের প্রধান। মামলার তদন্ত প্রক্রিয়া এখনো চলমান।”