জামিনে মুক্ত চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি


জামিনে মুক্ত চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি

বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ জামিনে মুক্ত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় তিনি চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে—একটি ঢাকার কদমতলী থানায় এবং অপরটি চাঁদপুর সদর মডেল থানায়।

চাঁদপুর সদর মডেল থানার মামলায় তাকে তিনদিন রিমান্ডে নেওয়া হয়। পরে ৫ জুলাই তিনি ওই মামলায় জামিন পেলেও কদমতলী থানার মামলার কারণে তখন মুক্তি পাননি।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা সিএমএম কোর্ট থেকে তার মুক্তিপত্র চাঁদপুর জেলা কারাগারে পৌঁছে। তিনি কদমতলী থানার মামলায় কারাগারে ছিলেন এবং অন্য কোনো বাধা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

নাছির উদ্দিন আহমেদকে চলতি বছরের ২ জুন সকালে ঢাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। তিনি দুই মাস ১১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×