এক প্যাকেট চিপসের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার
- শরীয়তপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:২০ এম, ১৩ আগস্ট ২০২৫
বাড়ির পাশের একটি দোকানে গিয়েছিল ৮ বছরের এক শিশু। শিশুটিকে চিপস কিনে দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় রাজ্জাক মাদবর (৫০)। এরপর শিশুটিকে করে সে। এ ঘটনার পর থেকেই পালাতক ছিল রাজ্জাক মাদবর। তবে ঘটনার কয়েকদিনের মধ্যে পুলিশের তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট সন্ধ্যায় জাজিরা উপজেলার একটি গুচ্ছগ্রামের (সরকারি বাসস্থান) দোকানে গিয়েছিল শিশুটি। শিশুটিকে এক প্যাকেট চিপস কিনে দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় রাজ্জাক মাদবর। সেখানে তাকে করা হলে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রাজ্জাক মাদবর পালিয়ে যায়। শিশুটির মা জাজিরা থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি রাজ্জাক মাদবরকে গ্রেপ্তার করতে তৎপর হয় জাজিরা থানা পুলিশ। কয়েকদিনের চেষ্টা শেষে মঙ্গলবার রাতে তাকে শিবচর থেকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের জাজিরা থানা পুলিশের একটি দল পালাতক রাজ্জাক মাদবরকে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরের লক্ষ্মী কান্দি গ্রাম থেকে গ্রেপ্তার করে।
রাজ্জাক মাদবর জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজদ্দিন মুন্সী কান্দি গ্রামের মকিন মাদবরের ছেলে।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আসামি রাজ্জাক মাদবর বিভিন্ন এলাকায় পালাতক ছিলেন। আসামি অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। সে ঘনঘন তার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে মাদারীপুরের লক্ষ্মীকান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।