দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ বগুড়ার গণশুনানিতে


দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ বগুড়ার গণশুনানিতে
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে অভিযোগ আমলে না নেওয়ায় এক মৎস্যচাষি ক্ষোভ প্রকাশ করে দুদক চেয়ারম্যানের দিকে জুতা ছুড়ে মারেন।

ঘটনাটি ঘটে রোববার, ১০ আগস্ট, বগুড়ার টিটু মিলনায়তনে আয়োজিত একটি গণশুনানির সময়। উপস্থিত সকলের সামনে ওই ব্যক্তি হঠাৎ পায়ের জুতা খুলে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে ছুড়ে মারেন। যদিও জুতাটি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছায়নি।

ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা তাঁকে মিলনায়তন থেকে সরিয়ে দেন।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম ছাকোয়াত হোসেন মণ্ডল। তিনি একজন মৎস্যচাষি। ছাকোয়াত দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে বিচার না পাওয়ায় হতাশায় ভুগছিলেন। পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনকি সেনাপ্রধানের কার্যালয়েও অভিযোগ করেছেন তিনি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ পাননি বলে অভিযোগ তাঁর।

তিনি আশা করেছিলেন, দুদকের এই গণশুনানিতে অন্তত তাঁর অভিযোগটি আমলে নেওয়া হবে। কিন্তু যখন দেখেন শুধুমাত্র সদর থানার অভিযোগ গ্রহণ করা হচ্ছে এবং তাঁর আবেদন গৃহীত হয়নি, তখন রাগে ক্ষিপ্ত হয়ে জুতা নিক্ষেপ করেন।

ঘটনার বিষয়ে ছাকোয়াত সাংবাদিকদের বলেন, ‘সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুইবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এ অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না। এ আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। এতে যদি আমার জেল হয়, আমি জেলে যেতেও প্রস্তুত।’

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘ওই ব্যক্তি সঠিক পদ্ধতিতে হয়তো আবেদন করেননি তাই তার অভিযোগের বিষয়ে আমরা অবগত নই।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×