সুদের টাকা আদায়ের জন্য ৭ মাসের শিশুকে আটকে রাখল প্রতিবেশী
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩৯ পিএম, ০৯ আগস্ট ২০২৫

গাইবান্ধার সদর উপজেলায় সুদের টাকা আদায়ে চরম অমানবিকতার অভিযোগ উঠেছে—মাত্র ৭ মাস বয়সী এক শিশুকে জিম্মি করে রাখে এক প্রতিবেশী পরিবার। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।
গাইবান্ধার সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে শনিবার (৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। সুদের টাকা আদায়ের লক্ষ্যে প্রতিবেশীর শিশুকন্যাকে আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ওই গ্রামের বাসিন্দা সুজা মিয়া (৪৫), তার স্ত্রী দুলালী বেগম (৪২), ছেলে দুলাল (২২) এবং আলাল (১৮)।
পুলিশ জানিয়েছে, দুর্গাপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন কিছুদিন আগে একই গ্রামের সুজা মিয়ার কাছ থেকে সুদের ভিত্তিতে ৫০ হাজার টাকা ধার নেন। শনিবার সকালে মতিনের ৭ মাস বয়সী মেয়েকে খেলার নাম করে বাড়িতে নিয়ে যায় সুজার পরিবার।
তবে পরে শিশুটিকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায় তারা।
শিশুটির মা দাবি করেন, মেয়েকে ফিরিয়ে আনতে তিনি পাঁচবার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় সুজা মিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “টাকা শোধ না করা পর্যন্ত মেয়েকে ফেরত দেওয়া হবে না।”
পরিস্থিতি জটিল হয়ে উঠলে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতা চাওয়া হয়, কিন্তু তাতেও সমাধান হয়নি। উল্টো শিশুটির পরিবারের ওপর হামলার অভিযোগও উঠে।
শেষ পর্যন্ত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নেন শিশুটির পরিবার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।
শিশুটির মা ইসমোতারা ঘটনার বিষয়ে সুজা মিয়াসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম তালুকদার বলেন, “সুদের টাকার জন্য ৭ মাসের এক শিশুকে আটকে রাখার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”