
বগুড়ায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে ঢুকে ব্যানার ঝুলিয়ে বিক্ষোভ করেছে ‘জুলাই যোদ্ধারা’। এ সময় তারা জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত পার্টির কার্যালয়ের সামনে খালেদা জিয়ার শোক ও গণভোট বিষয়ক দুটি ব্যানার টাঙানো হয়। চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে এই ব্যানার স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি মনিরুজ্জামান।
সকালে একদল লোক প্রথমে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে খালেদা জিয়ার শোক সম্পর্কিত ব্যানার খুলে ফেলে। পরে তারা কার্যালয়ের ভিতরে ও বাইরে জুলাই যোদ্ধাদের পক্ষে দুটি ব্যানার টাঙিয়ে দেন।
একটি ব্যানারে লেখা ছিল, ‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন’ এবং ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে’। বাইরের ব্যানারে ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষে বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ‘গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি’ লেখা ছিল।
নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে বিক্ষোভে বক্তব্য দেন নুর মোহাম্মদ জুবায়ের। তিনি বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। যদিও দলটি নিষিদ্ধ হয়নি, তারপরও এই দল নির্বাচনে অংশ নিতে পারবে না।”
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির জেলা সংগঠক আহাম্মেদ সাব্বির এবং বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর ফোন ধরেননি।