নতুন করে ফ্যাসিজম প্রতিষ্ঠার পাঁয়তারা হচ্ছে: জামায়াত প্রার্থী মানিক
- ফেনী প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫

ফেনী-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক অভিযোগ করেছেন, স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের এক বছর অতিক্রম হলেও শহীদ পরিবারের কেউ এখনো সঠিক বিচার পাননি। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পুরনো স্বৈরতন্ত্রের পতনের পর দেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে ফেনী শহরের মহিপাল উড়ালসড়কের নিচে আয়োজিত ‘গণহত্যা দিবস’ স্মরণে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. মানিক বলেন, “গত বছরের এই দিনে শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর যে বর্বর হামলা হয়েছিল, তার বিচার না হওয়া অত্যন্ত লজ্জাজনক। অনেক আহত এখনো সঠিক চিকিৎসা পাচ্ছেন না। শহীদদের রক্তের ঋণ আমরা এখনো শোধ করতে পারিনি।”
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি হান্নান। অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, জয়েন্ট সেক্রেটারি মু. ইলিয়াস, জেলা শিবির সভাপতি আবু হানিফ ও শহর শিবির সভাপতি ওমর ফারুক।
বক্তারা অভিযোগ করেন, গত বছরের এই দিনে মহিপালে শান্তিপূর্ণভাবে চলমান আন্দোলনে আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীরা আকস্মিক হামলা চালিয়ে সাতজনকে হত্যা করে। একবছর পার হলেও এই হত্যাকাণ্ডের বিচার শুরু না হওয়াকে জাতির জন্য কলঙ্কজনক বলে উল্লেখ করেন তারা।
জামায়াত নেতারা অবিলম্বে ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না—আন্দোলন চলবে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত।