স্বামীকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬
- টাঙ্গাইল প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৩৩ পিএম, ০২ আগস্ট ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে চার লাখ টাকা মুক্তিপণের জন্য এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় তার স্ত্রীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে ভুক্তভোগী আব্দুর রহিমকে জিম্মি অবস্থায় উদ্ধার করে পুলিশ। শনিবার (২ আগস্ট) দুপুরে অভিযুক্তদের আদালতে হাজির করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মীর দেওহাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হাসান মোল্লা (৩৪), মৃত আতোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), রহিম সিকদারের ছেলে জহিরুল ইসলাম (২৪), কোদালিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মো. রানা (২০), বহুরিয়া গ্রামের মঙ্গল সিকদারের ছেলে আরিফ (৩৩) এবং গাজীপুরের তালচানা গ্রামের আলকেসের মেয়ে, ভুক্তভোগী রহিমের স্ত্রী আকলিমা বেগম (৪০)।
স্থানীয় সূত্র এবং পারিবারিক তথ্য অনুযায়ী, আব্দুর রহিম ও আকলিমা বেগম স্বামী-স্ত্রী হলেও দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। এক সময় দুজনই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে রহিম নিজ গ্রামে ফিরে গিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে বসবাস শুরু করেন। এ নিয়ে ক্ষুব্ধ হন আকলিমা। দীর্ঘ বিরতির পর তিনি রহিমকে ফোন করে মির্জাপুরে দেখা করতে বলেন।
রহিম আকলিমার ভাড়া বাসায় পৌঁছানোর পরপরই একটি দল তাকে শারীরিকভাবে আক্রমণ করে ও জিম্মি করে রাখে। তাদের নেতৃত্বে ছিলেন রাকিব হোসেন নামের একজন, যিনি এখনও পলাতক। পরে অভিযুক্তরা রহিমের পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানিয়ে স্বজনরা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে দ্রুত অভিযান চালায় এবং জিম্মিকৃত রহিমকে উদ্ধারসহ অভিযুক্তদের আটক করে।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্য বলেই পরিচিত। তবে তাদের বিরুদ্ধে গোপনে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।