শিশু আছিয়ার পরিবারকে সহায়তা দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করল জামায়াত
- মাগুরা প্রতিনিধি
- প্রকাশঃ ১০:২৬ পিএম, ৩০ জুলাই ২০২৫

নিহত শিশু আছিয়ার পরিবারের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের পক্ষে আছিয়ার পরিবারের হাতে একটি গোয়ালঘর ও দুটি বাছুর তুলে দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার পরিবারের বাড়িতে এই উপহার হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এমবি বাকের, দলের সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, আলোচিত আছিয়া হত্যাকাণ্ডের পর তার পরিবারকে সান্ত্বনা জানাতে মাগুরায় যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সেখানে তিনি আছিয়ার মায়ের সঙ্গে কথা বলে তাকে স্বাবলম্বী করতে একটি গোয়ালঘর ও দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা পৌঁছে দিলেন কেন্দ্রীয় ও স্থানীয় জামায়াত নেতারা।