আরেক বিএনপি হত্যা মামলায় গ্রেফতার কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর
- কুষ্টিয়া প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:২৭ পিএম, ২৮ জুলাই ২০২৫

বিএনপি কর্মী হত্যাকাণ্ডের আরেকটি মামলায় এবার আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হলো কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১টা ৪১ মিনিটে তাকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়, তবে এ সময় তার হাতে ছিল না কোনো হাতকড়া। পরে তাকে দৌলতপুর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পারভেজের এজলাসে তোলা হয়। আদালতে হাজির করার পরই তাকে গ্রেফতার দেখানো হয় এবং ১টা ৫১ মিনিটে পুনরায় কারাগারে পাঠানো হয়।
তানভীর আরাফাতের বিরুদ্ধে নতুন করে এই গ্রেফতার দেখানো হয়েছে দৌলতপুর উপজেলার বিএনপিকর্মী কুদরত আলীকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায়।
এর আগে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর কুষ্টিয়ায় অপর এক বিএনপি কর্মী সুজন মালিথা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার হন তানভীর। সেই সময় থেকেই তিনি কুষ্টিয়া কারাগারে রয়েছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ। তিনি বলেন, “দৌলতপুর থানার একটি মামলায় তাকে গ্রেফতারের আবেদন করা হয়েছিল। আদালত এটি মঞ্জুর করেন।”
তানভীর আরাফাত পেশাগত জীবনে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন। একসময় তিনি সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুর উপজেলায়।
২০২০ সালের ২১ ডিসেম্বর কুষ্টিয়ায় ‘কুমারখালী নাগরিক পরিষদ’ আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন পুলিশ সুপার তানভীর আরাফাত। ওই অনুষ্ঠানে সরকারবিরোধীদের উদ্দেশে তার দেওয়া বক্তব্যে ব্যাপক সমালোচনা তৈরি হয় এবং তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তিনি বলেছিলেন:
'যদি সংবিধান না মানেন, তাহলে আপনাদের জন্য তিনটি অপশন—
এক, উল্টাপাল্টা করবা, হাত ভেঙে দেবো; জেল খাটতে হবে।
দুই, একেবারে চুপ করে থাকবেন; দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না।
তিন, আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান।'
এই মন্তব্য ঘিরে তখন দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এখন, দুটি বিএনপি কর্মী হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে থাকা তানভীর আরাফাতের বিরুদ্ধে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।