লালমনিরহাটে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, লাইনচ্যুত ২ বগি


লালমনিরহাটে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, লাইনচ্যুত ২ বগি

লালমনিরহাট রেলস্টেশনের প্রবেশপথে যাত্রীবাহী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও আন্তঃনগর লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে এবং রেলপথের আংশিক ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে, স্টেশন সংলগ্ন বিডিআর গেটের কাছে ওয়াশ ফিড এলাকায়। দুর্ঘটনার পর লালমনিরহাট-বুড়িমারী রুটে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন তা স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্র ও রেলওয়ে কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে ওয়াশ ফিডে পরিষ্কারের জন্য এগোচ্ছিল। ঠিক সে সময় পার্বতীপুরগামী ৬৬ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি পাটগ্রাম থেকে ছেড়ে এসে স্টেশনে প্রবেশের সময় সিগন্যাল অতিক্রম করে এবং ওয়াশ ফিডে প্রবেশরত লালমনি এক্সপ্রেসের পেছনে ধাক্কা দেয়। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার সময় লালমনি এক্সপ্রেসে কোনো যাত্রী ছিল না।

দুর্ঘটনার খবর পেয়ে লালমনিরহাট সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ডিএনই (লোকোমোটিভ) তাজিন হাসান বলেন, "রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর রেক ও লাইন মেরামতের কাজ শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।"

এ ঘটনায় বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আবদুল্লা আল মামুনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম। তিনি জানান, কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×