বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা আহ্বায়কের পদত্যাগ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা আহ্বায়কের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির পদত্যাগ করেছেন। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। পরে সাংবাদিকদের তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে ইমরান লেখেন, “সময়ের গতিপথে দায়িত্ব আসে, দায়িত্ব শেষও হয়। আজ আমি আহ্বায়ক হিসেবে দায়িত্বের সমাপ্তি ঘোষণা করছি। দায়িত্ব শেষ হলেও আদর্শিক সংগ্রাম শেষ নয়—বরং এটি একটি নতুন পথচলার সূচনা মাত্র।”

তিনি আরও লেখেন, “এই দীর্ঘ সময়ে আমরা বহু প্রতিকূলতা অতিক্রম করেছি, বিভ্রান্তির দেয়াল ভেঙে গড়ে তুলেছি বিশ্বাসের ভিত। নেতৃত্বে থাকাকালীন কেউ আদর্শ থেকে বিচ্যুত হয়ে থাকলে সেই দায় এড়াতে পারি না। সবার কাছে ক্ষমাপ্রার্থী।”

পদত্যাগের পেছনে ব্যক্তিগত সুবিধার কোনো ভূমিকা নেই বলেও স্পষ্ট করেন তিনি। তাঁর ভাষায়, “আমি শহীদদের রক্তের সঙ্গে কোনোদিন বেইমানি করিনি, ব্যক্তিস্বার্থের চিন্তাও করিনি।”

ইমরান আল নাজির বলেন, “নেতৃত্ব বদলাবে, তবে আদর্শ বদলাবে না। আমি পরবর্তী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে দায়িত্ব হস্তান্তর করছি। আগামী নেতৃত্ব আরও স্বচ্ছ, দূরদর্শী ও সংগঠিত হবে—এই আশায় আমি পথ ছেড়ে দিচ্ছি।”

তিনি জানান, সংগঠনের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়নি বরং ভিন্ন মাত্রায় অব্যাহত থাকবে। সাধারণ একজন কর্মী হিসেবেই তিনি শরীয়তপুরের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।

জুলাই মাসকে ‘আদর্শিক জাগরণের মাস’ উল্লেখ করে ইমরান লেখেন, “এই মাস শুধু আন্দোলনের সময় নয়, বরং আমাদের স্বপ্নের বাংলাদেশের সূচনা। সেই স্বপ্ন বাস্তবায়নে আজীবন দায়বদ্ধ থাকবো ইনশাআল্লাহ।”

পোস্টের শেষে তিনি লেখেন, “আমি চাই সাধারণের পাশে সাধারণ হয়ে থাকতে, আদর্শের সঙ্গে আপোষ না করে পথ চলতে। আমার জন্য দোয়া করবেন। জুলাই আমার প্রেরণা, আদর্শ আমার ঠিকানা। নীতির সঙ্গে আপস নয়।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×