কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বহিষ্কার ছাত্রদল নেতা
- দিনাজপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪৯ পিএম, ২৫ জুলাই ২০২৫

দিনাজপুরের বিরামপুরে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহর বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুল্লাহকে বহিষ্কার করে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালালের স্বাক্ষরে একটি লিখিত আদেশ জারি করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুজার সেতু।
চিঠিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা শাখার ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
জানা গেছে, বিরামপুর কলেজের এক ছাত্রী অভিযোগ করেন যে, বিদ্যালয়ে যাওয়ার সময় পথে আব্দুল্লাহ তার প্রতি অশালীন আচরণ করেন। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এসে তাকে উদ্ধার করেন। এরপর বিষয়টি জানানো হয় তার পরিবারকে।
ঘটনার পর ওই ছাত্রীর বাবা আব্দুল্লাহর বিরুদ্ধে বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরেই মেয়েটিকে উত্ত্যক্ত করছিলেন।
আব্দুল্লাহ, বিরামপুর উপজেলার হাবিবপুর গ্রামের বাসিন্দা এবং বাদশা মিয়ার পুত্র। এ বিষয়ে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম বলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ ওঠে। বিষয়টি আমাদের নজরে এলে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, যে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে, তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।