মব কালচার মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে: রিজভী


মব কালচার মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মব কালচার বা গণপিটুনির প্রবণতা সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে।’ তিনি এ সময় সবাইকে আহ্বান জানান, কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে, নিজ হাতে বিচার নেওয়া নয়।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলা শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সংবিধানে নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারেও বিধান থাকা উচিত, যাতে নিশ্চিত করা যায় তারা নিরপেক্ষ থাকবেন। এমন কাউকে নিয়োগ দিতে হবে, যিনি আল্লাহর ভয় নিয়ে দায়িত্ব পালন করবেন, কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের ভিত্তিতে নয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আব্দুর রহিম রিপন।

এছাড়াও বক্তব্য রাখেন দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান ও জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

অনুষ্ঠানে বক্তারা সরকারের দুর্নীতি, নির্বাচন ব্যবস্থার দুর্বলতা ও গণতন্ত্র সংকটের নানা দিক তুলে ধরেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×