সুনামগঞ্জে ক্লিনিকে ঢুকে চিকিৎসককে ছুরিকাঘাত, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা
- সুনামগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১০:০৮ পিএম, ২২ জুলাই ২০২৫

সুনামগঞ্জ শহরের একটি ক্লিনিকে চিকিৎসকের ওপর ছুরিকাঘাত ও মারধরের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের একজন শীর্ষ নেতা জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জ পৌরসভার আনিসা হেলথ কেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার (২২ জুলাই) বিকেল চারটার দিকে এক চিকিৎসকের ওপর হামলা চালানোর ঘটনা ঘটে। আহত চিকিৎসকের নাম গোলাম রব্বানী সোহাগ (৩০)। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
এই ঘটনার জন্য অভিযুক্ত হিসেবে উঠে এসেছে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান উদ্দিনের নাম।
চিকিৎসক গোলাম রব্বানী সোহাগ জানান, ঘটনার সময় তিনি আলট্রাসনোগ্রাম কক্ষে এক নারী রোগীর পরীক্ষা করছিলেন। কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে থাকা রায়হান উদ্দিনকে সরে যেতে বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ক্লিনিকের কর্মীরা পরিস্থিতি শান্ত করেন এবং রায়হান তার স্ত্রীর পরীক্ষা শেষে চলে যান।
তবে কিছুক্ষণ পর রায়হান উদ্দিন একজন যুবকসহ পুনরায় ক্লিনিকে ফিরে এসে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন। সেখানে তারা তাকে আগের কথাবার্তার জন্য ‘সরি’ বলার দাবি জানান। চিকিৎসক এতে অসম্মতি জানালে দুজন মিলে তাকে মারধর শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। মারধরের একপর্যায়ে তিনি মেঝেতে পড়ে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে ক্লিনিকের অন্যান্য কর্মীরা ছুটে এলে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে।
রায়হান উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তার স্ত্রীকে নিয়ে ক্লিনিকে গিয়েছিলেন এবং আলট্রাসনোগ্রাম কক্ষের সামনে দুই ঘণ্টা অপেক্ষা করার পর দায়িত্বে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে তাকে আক্রমণ করেন। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ঘটনা সম্পর্কে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালায় এবং পরে হাসপাতালে গিয়ে আহত চিকিৎসকের বক্তব্য নেয়। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।