শরীয়তপুরে ‘ঘাট ইজারা’ নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ


শরীয়তপুরে ‘ঘাট ইজারা’ নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে বিএনপির দুই নেতার পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি আটকে রয়েছে ফেরিঘাটে।

ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ঘাটের ইজারা নিয়ে দুই পক্ষের উত্তেজনার কারণে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এবং যাত্রী ও চালকরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ঘাট কর্তৃপক্ষের বরাতে জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর নৌপথের এই ঘাটের বর্তমান ইজারাদার হিসেবে রয়েছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালা। অন্যদিকে, ইজারার দাবিদার শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোমিন দিদার উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায় পেয়েছেন বলে দাবি করেন।

শুক্রবার সকালে মোমিন দিদারের পক্ষের লোকজন ঘাটে ইজারা কার্যক্রম চালাতে গেলে জিসান বালার অনুসারীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ঘাটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

জিসান বালা বলেন, “সরকার আমাকে এক বছরের জন্য ইজারা দিয়েছে, যার মেয়াদ এখনও শেষ হয়নি। মোমিন দিদার আদালতের রায়ের কথা বললেও আমি কোনো আনুষ্ঠানিক নথি পাইনি।”

অন্যদিকে মোমিন দিদার জানান, “আমি আদালত থেকে রায় পেয়েছি এবং আমার লোকজন ঘাটে দায়িত্ব পালন করছে। কিন্তু জিসান বালা বাধা সৃষ্টি করে গাড়িগুলো ঘাট থেকে ফিরিয়ে দিচ্ছেন।”

এদিকে ঘাটে আটকে পড়া ট্রাকচালক ইমন বলেন, “রাত ২টা থেকে আমরা এখানে আটকে আছি। যানজট প্রায় দুই কিলোমিটার জুড়ে। দ্রুত সমাধান চাই।”

ঘটনার জেরে নরসিংহপুর ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং গাড়ির দীর্ঘ সারি গড়ে উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×