স্ত্রীর মৃত্যুর খবরে মারা গেলেন স্বামী, পাশাপাশি কবরে শায়িত


স্ত্রীর মৃত্যুর খবরে মারা গেলেন স্বামী, পাশাপাশি কবরে শায়িত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেছেন স্বামী। সোমবার রাতে বৃদ্ধ রীনা বেগম মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। এ খবর শুনে আজ মঙ্গলবার সকালে তাঁর স্বামী ওয়ারিছ মিয়াও মারা যান। উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রীনা বেগম কয়েকদিন আগে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় মেয়ে বাড়ি বেড়াতে যান। সেখানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার ভোরে মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে ওয়ারিছ মিয়াও মারা যান। 

রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ৪ মেয়ে ও এক ছেলে ওয়ারিছ-রীনা দম্পতির। ওয়ারিছ মিয়া রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সদস্য ছিলেন। বেলা সাড়ে তিনটায় স্থানীয় রাউৎগাঁও বড় মোকামে জানাজা শেষে দুজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×