চাঁদপুরে যৌথ অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫৩ এম, ১০ জুলাই ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (৯ জুলাই) গভীর রাতে পৌর এলাকার হামিদিয়া জুট মিলস্ এলাকায় এ অভিযান চালানো হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)। এরা সবাই হাজীগঞ্জের জুট মিলস্ এলাকার বাসিন্দা এবং থানার তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানায় যৌথ বাহিনী।
লেফটেন্যান্ট মানজুরুল জানান, স্থানীয়দের কাছ থেকে গোপন তথ্য পেয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে চারটি ধারালো ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।